রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে করোনায় দর্জির মৃত্যু


প্রকাশিত:
১৩ জুন ২০২১ ২১:৫১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩৬

ফাইল ছবি

বগুড়ার সান্তাহারে করোনা আক্রান্ত হয়ে ইউনুছ আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি পৌর শহরের বশিপুর মন্ডলপাড়া মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে। সে দর্জি শ্রমিক হিসাবে জীবিকা নির্বাহ করত।

ইউনুছ আলী করোনা উপসর্গ নিয়ে নওগাঁয় পরীক্ষা করলে পজিটিভ আসে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করে।

রোববার তার লাশবাহী গাড়ী বাড়িতে আসে। কিন্তু তার ভাই-ভাতিজারা লাশ গ্রহন ও দাফনের ব্যবস্থা করতে আপত্তি করে। পরে ওই গ্রামের বাসিন্দা এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাবিবুল আলমের হস্তক্ষেপে লাশ গ্রহন ও দাফন করে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।



আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top