রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ২২:৫৮

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:১২

ছবি: বাজেট ঘোষণা

নতুন কোন কর আরোপ ছাড়া বগুড়ার সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সান্তাহার পৌরসভার হল রুমে স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু মোট ২৮কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার প্রস্তাবিত এই বাজেট ঘোষনা করেন।

বাজেটে রাজস্ব ঘাটতি ১কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায়ের লক্ষ্যমাত্রা ১৩ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা ১৪ কোটি ৭৫ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, মমতাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী রেজাউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর কর্মচারি রফিকুল ইসলাম রফিক, মিজানুর রহমান, বকুল হোসেন, বিকাশ চন্দ্র, তুহিন ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তাঁর বক্তব্যে বাজেট বাস্তবায়নে পৌর নাগরিক বৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।



আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top