রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আদমদীঘিতে নব-নির্মিত শিশু পার্কের উদ্বোধন


প্রকাশিত:
১১ জুলাই ২০২১ ০৫:২৪

আপডেট:
৫ মে ২০২৫ ০৭:১৩

ছবি: নব-নির্মিত দৃষ্টি নন্দন শিশু পার্কটি ফিতা কেটে উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা চত্বরে বিনোদনের জন্য নব-নির্মিত দৃষ্টি নন্দন শিশু পার্কটি ফিতা কেটে উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডা. হুমায়ুন কবীর।

এ সময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান এ্যাড, সামছুল হক, এরশাদুল হক টুলু, আব্দুল হক আবু উপস্থিত ছিলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উপজেলা পরিষদ চত্বরে এ ধরনের একটি পার্ক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্কটি সরকারি ও ব্যক্তিগত অর্থায়নে দ্বারা নির্মিত। এ পার্কটিতে পুকুরের মাঝ খানে বসার আসন, দোলনা, আলোকসজ্জাসহ নানা সাজে সাজানো হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশুরা আগমন করে সুন্দর সময় কাটাতে পারবে। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরে আগত সেবা গ্রহিতারাও অবসর সময় কাটাতে পারবে ও পার্কে বিচক্ষণ করে মানসিক প্রশান্তি অনুভব করবে বলে আশা করি।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top