রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে অসামাজিক কার্যকলাপের দায়ে ২ জনের কারাদন্ড


প্রকাশিত:
২২ আগস্ট ২০২১ ০৬:১২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:২৩

ছবি: শুভ আবাসিক হোটেল

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শুভ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২ জনের ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও হোটেলের ম্যানেজারের ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলার সান্তাহার শহরের ষ্টেশন রোডে শুভ আবাসিক হোটেল থেকে এসব অপরাধীদের গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত শনিবার সকালে সান্তাহার শহরের ষ্টেশন রোডে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ী জেসমিন আক্তার (৪৫), খদ্দের বাদশা মিয়া (৫৫) ও হোটেল ম্যানেজার আব্দুল হাকিম (৫৬) কে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতে ২ জনের ৭ দিন করে কারাদন্ড ও হোটেল ম্যানেজারের ১ হাজার টাকা করে জরিমানা করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top