সান্তাহারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনীর এক বাড়ির শয়ন কক্ষ থেকে সোমবার দিবাগত রাতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধু আত্মহত্যা করেছে না কি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা নিয়ে শহরের সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহত গৃহবধু আলেফা বেগম (২৫) ওই মহল্লার বাসিন্দা অটোর্চাজার চালক নুর মোহাম্মদ জনি (৩২) এর স্ত্রী।
জানা গেছে, জনি ও আলেফা প্রেম করে প্রায় ১০ বছর পুর্বে বিয়ে করে। তাদের ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। আলেফার মায়ের পরিবারের দাবী সম্প্রতি জনি অজ্ঞাত এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। এ নিয়ে গত তিন মাস ধরে আলেফা-জনির মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এর এক পর্যায়ে সোমবার দিবাগত রাতে শয়ন কক্ষ থেকে আলেফার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার মর্গে পাঠিয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধু আত্মহত্যা করে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরপি/এসআর-০৫
বিষয়: সান্তাহার গৃহবধু ঝুলন্ত লাশ
আপনার মূল্যবান মতামত দিন: