রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ২৩:৩২

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০১:১৪

ছবি: সচেতনতামুলক সভা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার বেলা ১২টায় সান্তাহার পৌর শহরের হার্ভে উচ্চ বালিকা বিদ্যালয় মোড়ে স্থানীয় জনসাধারন, পৌর কাউন্সিলর, সুধি সমাজের নেতৃবৃন্দের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর জিআরএম শাহাজান, আদমদীঘি থানার ওসি তদন্ত আলমাস, শিক্ষক ও মাওলানা রফিকুল ইসলাম, বেলাল হোসেন, এ এস আই মালেকা খাতুন, এ এস আই রুস্তম ফারুক প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ, দেশ, রাষ্ট্রকে বাঁচাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তা হলেই এই তরুণ সমাজকে রক্ষা করা যাবে। যে কোন প্রয়োজনে বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্পর্কে তথ্য জানানোর আহবান জানান।

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top