রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ২


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২১ ০৫:৫১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৯

ছবি: গ্রেফতারকৃত আসামীরা

বগুড়ার সান্তাহার পৌর শহরে সাইলো রোডে মাদক বিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টায় সময় উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো রোডে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩৫) ও আব্দুল মালেক (২৮) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার সান্তাহার পৌর শহরের স্টেশন কলোনী এলাকার মৃত চান্দু প্রামানিকের ছেলে আব্দুর রহমান ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যমবাশি এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুর মালেক।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সান্তাহার সাইলো রোডে মাদকদ্রব্য কেনাবেচা করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টায় সময় সংগীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top