রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অনলাইন ক্লাস পরিচালনা করায় স্মারক পেলেন মুক্তা রাণী


প্রকাশিত:
৮ নভেম্বর ২০২১ ০৯:১৯

আপডেট:
৮ নভেম্বর ২০২১ ০৯:২০

ছবি: সন্মাননা স্মারক প্রদান

করোনার সময় রাজশাহী বিভাগীয় অনলাইনে স্কুলে সর্বোচ্চ ক্লাস পরিচালনা করায় সন্মাননা স্মারক পেলেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বি.পি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রাণী। শনিবার সন্ধ্যায় বগুড়া শাহাজানপুর উপজেলার আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শহীদ মাসুদ অডিটরিয়ামে বগুড়া জেলা “আইসিটি ফোর ই ফোরাম” এর মাসিক মসন্বয় সভা শেষে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রাণী'র হাতে করোনা কালে অনলাইন স্কুলে সর্বোচ্চ অনলাইন ক্লাস পরিচালনায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সন্মাননা স্মারক তুলে দেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

এ সময় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, শাজাহানপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান প্রমূখ।

সান্তাহার বি.পি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তা রাণী বলেন, করোনা কালে শিক্ষর্থীদের কাছে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়াটা ছিল বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশুনায় অবদান রাখতে পেরেছি বলে গর্ববোধ করছি এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরোও ভালো কিছু করার চেষ্টা করবো।

 

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top