রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ০২:৩৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৩৯

ছবি: গ্রেপ্তারকৃত আসামী

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১২ পিস অ্যাম্পুলসহ ফিরোজ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার শহর পুলিশ। 

বুধবার দুপুর সাড়ে ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলগেট সংলগ্ন এলাকায় বাঁধন ফোন ফ্যাক্স এর সামনে অভিযান চালিয়ে ফিরোজ হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া দীঘির পাড়া গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে। এ সময় তার কাছে থেকে ১২ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top