রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘির ১৫শ’ কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৩ ০১:২১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৫

ছবি: রাজশাহী পোস্ট

বগুড়ার আদমদীঘিতে ১৫শ’ কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫শ’ কৃষককে ১ কেজি করে প্রণোদনার সার ও পাট বীজ দেওয়া হয়। 

বৃহস্প্রতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসে কৃষকদের মাঝে প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করা হয়।

এলক্ষে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, কৃষি সম্প্রসারন অফিসার দীপ্তি রানী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন প্রমুখ।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top