রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


একই ট্রেনে কাটা পড়লো নারী-পু্রুষ


প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩ ১১:০৫

আপডেট:
৪ মে ২০২৫ ২১:২২

প্রতীকী ছবি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় পৃথক দুটি স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে  নারী ও অজ্ঞাত পুরুষের মৃত্যু হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮ টায় সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবি রেলওয়ে স্টেশনের বাগজানা এলাকায় চিলাহাটি হইতে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজন পুরুষ (৫৫) ও সকাল ৯ টা ২০ মিনিটের সময় জয়পুরহাট রেলওয়ে স্টেশনের তেঘর এলাকায় একই ট্রেনে কাটা পড়ে দূর্গা (৭৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
 
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেনে কাটা নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। নিহত নারী দূর্গা জয়পুরহাট জেলার চিত্রা পাড়ার শিবকুণ্ডর স্ত্রী। 
 
নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য নওগাঁ পিবিআই ও রাজশাহী সিআইডির একটি দলকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
 
 
আরপি/এসআর-০৩

বিষয়: মৃত্যু


আপনার মূল্যবান মতামত দিন:

Top