রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


পুকুর পাড়ে পড়ে ছিল বৃদ্ধার বস্তাবন্দী লাশ


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৩ ০৬:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৫৯

প্রতীকী ছবি

বগুড়ায় পুকুরের পাশ থেকে খুকী বেগম (৮০) নামে বস্তাবন্দী অর্ধগলিত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া বটতলা তালপুকুর পাড়া গ্রামে একটি পুকুরের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

খুকী বেগম ওই এলাকার খোরশেদ প্রামানিকের স্ত্রী।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম জানায়, খুকি বেগম গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার দুপুরে বস্তাবন্দী অবস্থায় দ্বিখণ্ডিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে তাকে কে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top