রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


একাধিক মামলার আসামি হযরত আলী খাঁন হেরোইনসহ ধরা


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৩ ২২:২৯

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৪৭

ছবি: গ্রেফতার আসামি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৫ গ্রাম হেরোইনসহ হযরত আলী খাঁন (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শহর ফাঁড়ির পুলিশ।

রোববার (২৭ আগস্ট) রাতে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হযরত আলী খাঁন ওই এলাকার মৃত ছোলেমান খাঁনের ছেলে।

আরও পড়ুন: ডাব বিক্রিতে লাগবে কেনা-বেচার ভাউচার

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বসতবাড়ির সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা মাদকদ্রব্য ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে হযরত আলী খাঁনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

 

 

আরপি/এসআর-০৪


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top