রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৫

আপডেট:
৫ মে ২০২৫ ০০:১৫

প্রতীকী ছবি

মাত্র তিন বছর বয়সের রাসেল নামের এক শিশু পুত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে আদমদীঘি উপজেলার সান্তাহার দৈনিক বাজারের বাবু হোসেনের ছেলে। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে সান্তাহার বাবুর বাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে শিশু রাসেল নিজ বাড়িতে পরিবারের লোকজনদের সাথে খেলা করেছিল। এরপর পরিবারের লোকজনের অজান্তে শিশু রাসেল বাড়ির বাহিরে আসে। তাকে দেখতে না পেয়ে বাসার চারিদিকে খোঁজাখুঁজি এক পর্যায়ে বাসার পাশের পুকুরে শিশু রাসেলকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার তাকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেলকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিবারের লোকজনদের কোন অভিযোগ না থাকায় রাসেলের মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 

আরপি/এসআর-২১



আপনার মূল্যবান মতামত দিন:

Top