রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪১

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ২০:৩১

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে ষ্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিক উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশনের উত্তর দিকে ইশবপুর নামক স্থানে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রস ট্রেনে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি।

সংবাদ পাওয়ার পর সান্তাহার রেলওয়ে থানা পুলিশ দ্বি খন্ডিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত ব্যক্তির মুখে দাঁড়ি ও পড়নে কালো ফুলপ্যাট ও সাদা শার্ট ছিল।

আরও পড়ুন: সারাদেশের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ চালু

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকাল অজ্ঞাত ব্যক্তিটি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সকাল আনুমানিক সাড়ে ছয়’টার দিকে উত্তরা এক্সপ্রস ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলে মারা যান ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তার পরিচয় জানার জন্য সিআইডি কে তলব করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top