রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বগুড়ায় জুয়ার আসর থেকে আ.লীগ নেতা গ্রেফতার


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ০৬:২১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:৩১

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, খোকশাবাড়ি গ্রামের শামীম হোসেন (৩৭), মরিচতলা গ্রামের রেজাউল করিম (৩০), আব্দুর রাজ্জাক (৪৬), নজরুল ইসলাম (৫০), হাসান আলী (৪২), মানিকপোটল গ্রামের মোখলেছার রহমান (৩৫), বড়বিলা গ্রামের আবু রাসেল (২৫) ও পারলক্ষ্মীপুর গ্রামের সুজন মিয়া (৩০)।

পুলিশ জানিয়েছে, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামীম হোসেনের নেতৃত্বে কয়েকজন খোকাশাবাড়ি গ্রামে আসর বসিয়ে জুয়া খেলছিলেন। এ সংবাদ পেয়ে ধুনট থানার পুলিশ সেখানে বিশেষ অভিযান চালিয়ে শামীম হোসেনসহ ৮ জনকে গ্রেফতার করে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা কৌশলে পালিয়ে যায়। পরেঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top