সান্তাহারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি: দোয়া মাহফিল
বগুড়ার সান্তাহার পৌর শ্রমিক দলের এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বাদ আছর পৌর শহরের হবির মোড় সংলগ্ন জামে মসজিদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের মৃত্যু, ভর্তি ২৮৬৫
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি ইকবাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, সান্তাহার জিয়া পরিষদের সভাপতি রোকন উদ্দিন ফিরোজ, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শামসুদ্দিন গল্টু, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি আফতাব হোসেন চুট্টু, সহ-সভাপতি আতাউর রহমান রিকু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, শ্রমিক নেতা নুরুল ইসলাম, দুলাল, রমজান, সোহেল, লাড্ডু, মোস্তফা, ফারুক, শাহীন, পাভেল প্রমুখ।
আরপি/এসআর-১৭
বিষয়: দোয়া মাহফিল বিএনপি খালেদা জিয়া
আপনার মূল্যবান মতামত দিন: