রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে মৃত্যু


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৮:১৫

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে মোঃ হাফিজুল (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা বাগিচাপাড়া গভীর নলকূপ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল কাহালু থানার চকদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে দুই ব্যক্তি নাগর নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরছিলো। হঠাৎ হরিণমারা বাগিচাপাড়া জমির মাঠে গভীর নলকূপ এলাকায় পৌঁছাতে বজ্রপাতে হাফিজুল মারা যান।

এ ঘটনায় বুলবুল নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। আহত বুলবুল কাহালু থানার একই গ্রামের মৃত মহসিনের ছেলে। স্থানীয়রা আহত বুলবুলকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি/এসআর-১৪


বিষয়: বজ্রপাত


আপনার মূল্যবান মতামত দিন:

Top