রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার ৫


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৩ ২৩:৩৮

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৫৪

ছবি: গ্রেফতার আসামিরা

বগুড়ার আদমদীঘিতে পৃথক দুটি স্থানে অভিযানে ১০ লিটার চোলাই মদ ও ১শ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর ব্রীজের সামনে অভিযান চালিয়ে আব্দুল মালেক শাহ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মালেক জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বড়গাছা সাপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: ‘দরদিয়া’ সিনেমায়ও জুটি আদর-পূজা চেরি

এদিন উপজেলার রামপুরা বাজার মোড়ে পৃথক অভিযান চালিয়ে ১শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- উপজেলার সদর ইউপির কদমা মৃত ছবের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), মৃত আবুল হোসেনের ছেলে মিঠু হোসেন (৪৫), রামপুরা এলাকার সোহেল রানা ধলু (৪০), দক্ষিণ গনিপুর এলাকার মৃত রবেশ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-১০


বিষয়: গ্রেফতার


আপনার মূল্যবান মতামত দিন:

Top