রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিহত এক


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩ ২২:৪১

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ২০:২৯

ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে নয় টার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে।

আরও পড়ুন: রোববার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার কেওচা রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই স্থান দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত গোবিন্দ কানে কম শুনতেন। এ কারনে ট্রেনের শব্দ বা হর্ণ শুনতে না পাওয়ায় ট্রেনের সাথে ধাক্কা খাওয়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top