সান্তাহারে পাঁচশত পরিবারের মাঝে ইফতার বিতরণ

কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও মের্সাস শ্রাবণী এন্টার প্রাইজের মালিক রাহুল খান ডাবলু।
সোমবার ১৮ মে বিকেল থেকে ইফতারের সময় পযর্ন্ত সান্তাহার ঢাকা রোডে ইফতার বিতরণের এ কার্যক্রম শুরু করেন। তিনি বর্তমান সরকারের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে সান্তাহার ঢাকা রোড ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার প্রদান করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে ৫ শত ইফতার প্যাকেট নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন।
ইফতার সামগ্রী বিতরনকালে শ্রাবণী এন্টার প্রাইজের মালিক রাহুল খান ডাবলু জানান, কোভিড-১৯ বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে। বাংলাদেশেও ইহার সংক্রমণ দেখা দিয়েছে। তাইতো তিনি সকলকে সচেতন হবার পরামর্শ প্রদান করেন।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: