রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


কর্মকর্তা করোনা আক্রান্ত, সান্তাহার সোনালী ব্যাংক লকডাউন


প্রকাশিত:
১০ জুন ২০২০ ০৬:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৫:১৭

প্রতিকী ছবি

বগুড়ার সান্তাহারে সোনালী ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারনে উপজেলা স্বাস্থ্য বিভাগের পত্রের প্রেক্ষিতে ও ব্যাংকটির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক সান্তাহার শাখা ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান ওই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সান্তাহার সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা আহসান হাবিব বেশ কয়েক দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। মঙ্গলবার আসা রিপোর্টে তাঁর শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেন।

বর্তমানে ওই ব্যাংক কর্মকর্তা তাঁর নিজ বাড়ি রংপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মঙ্গলবার বিকালে সোনালী ব্যাংক সান্তাহার শাখার নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নোটিশ সাঁটানো হয়েছে।

লকডাউন নোটিস

নোটিশে ১০ জুন থেকে ২৩ জুন/২০২০ পর্যন্ত বন্ধ থাকাকালীন ব্যাংকের পার্শ্ববর্তী অন্য শাখায় লেনদেন করার অনুরোধ জানিয়েছেন শাখা ব্যবস্থাপক মো. ফারুক হোসেন।

 

আরপি/এএন-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top