রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সান্তাহারে ব্যাটারিচালিত অটো চালকের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ০৪:৩৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:২১

চালক দেলোয়ার কাজী (৩৬)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অটো চার্জার চালক দেলোয়ার কাজী (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ।

শুক্রবার ১২ জুন সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের ষ্টেশন রোডে হাবিব মেডিক্যালের পার্শে থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত অটো চার্জার চালক নওগাঁ জেলার ভবানিপুর গ্রামের সেকেন্দার কাজীর ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই অটো চার্জার চালক রাস্তা দিয়ে হেঁটে এসে মর্ডাণ হোমিও ফার্মেসির সামনে বসার স্থানে বসে ছিলেন। হঠাৎ করে তার গোপনাঙ্গের পাশে রগ ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

 

আরপি/এমএইচ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top