আদমদীঘিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৫ জন করোনায় আক্রান্ত
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি-সহ ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান ওই ৫ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন।
জানা যায়, আদমদীঘি উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, নির্বাহী অফিসারের অফিস সহকারি পিন্টু, আদমদীঘি সদরের রাজু আহম্মেদ, মিতু বেগম এবং সাঁওইলের রেজাউল ইসলামের শরীরে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যাথা এ সব করোনা উপসর্গ থাকায় তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে বগুড়া ল্যাবে পাঠায় হয়।
বুধবার দুপুরে তাদের করোনা ভাইরাস নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে তারা সুস্থ্য আছেন বলে জানান তিনি। বর্তমানে তাদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
আরপি/ এএন-১১
বিষয়: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারি ৫ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: