রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে ১০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২০ ০১:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:১৭

গ্রেপ্তারকৃত যুবক। ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ১০৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ ফরহাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনটি ইঞ্জিলের বগী তল্লাশী করে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বুধবার দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে র‌্যাব-৫ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট স্টেশনে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনটি ইঞ্জিলের বগী তল্লাশী করে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর ওয়ারেন্ট অফিসার সোহরাব হোসেন বাদী হয়ে বুধবার সকালে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করেন।

সান্তাহার রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top