রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


আদমদীঘিতে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন ৫ জয়িতা


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২০ ০২:২১

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৫৯


বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিন। আরোও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: এস এম মাহবুবুর রহমান, ফাতেমাতুজ্জোহুরা প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। জয়িতাদের মধ্যে অর্থনৈতিক সাফল্য অর্জনকারি হিসাবে সাওইলের তহমিনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সান্তাহার নতুন বাজারের হোসনেয়ারা বেগম, সফল জননী বশিকোড়ার জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরুর সাফল্যে ছোট আখিড়ার ফাতেমা বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখায় পৌওতার তছলিমা বেগমকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top