রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


সান্তাহারে শীতার্তদের মাঝে জাতীয় পাটির শীতবস্ত্র বিতরণ


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২০ ০২:২৯

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:৫৩

 

বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের পক্ষে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে শীতের শুরুতেই দুস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে খুঁজে বের করে তাদের মাঝে কম্বল বিতরণ করেন আদমদীঘি উপজেলা জাতীয় পাটির নেতা-কর্মীরা। আদমদীঘি উপজেলা জাতীয় পাটির সভাপতি এম এন এইচ মিলন ও সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের নেতৃত্বে শুক্রবার বেলা ১১ টায় সান্তাহার শহরের চাল বাজার এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের হাতে ১৫০টি কম্বল তুলে দেন।

জাতীয় পাটির নেতাদের হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর জাতীয় পাটির সভাপতি আব্দুল লতিফ, উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খন্দকার, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শিবলী মাহমুদ, জাতীয় পাটির নেতা রাজ্জাকুল ইসলাম, মাসুদ রানা, শাফি মন্ডল প্রমুখ।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top