রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ঢাবির ১৬৩ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে সাজা


প্রকাশিত:
১ মার্চ ২০২১ ২৩:৫৬

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৪৪

ছবি: সংগৃহীত

ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তি হওয়াসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৫১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।

আরপি/ এসআই-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top