রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


জাতীয় শোক দিবসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি ঘোষণা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ০০:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৫৬

ফাইল ছবি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বিষয়ে ওয়েবিনার, অনলাইন কুইজ প্রতিযোগিতা, দরিদ্র ও দুস্থ শিশুদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবস পালন করা হবে। শুক্রবার (১৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবসে বিকাল ৩টায় শুরু হবে ’স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ওয়েবিনার www.facebook.com/vu.edu ফেসবুক লিঙ্কে এটি সরাসরি প্রচারিত হবে।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে যুক্ত থাকবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং সঞ্চালনা করবেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক।

এছাড়াও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতা। অনলাইন এই প্রতিযোগিতায় যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি এবং বিজয়ীদের জন্য থাকছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার। আগ্রহী প্রতিযোগীরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ www.facebook.com/vu.edu ভিজিট করে রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য পাবেন। রেজিস্ট্রেশনের লিংক: https://forms.gle/2fsETRwmhpPbjEnt5 রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ আগস্ট ২০২১, দুপুর ১২ টা। এই অনলাইন কুইজ প্রতিযোগিতা হবে ১৫ আগস্ট ২০২১ বিকাল ৫ টায়।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top