রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২১ আগস্ট ২০২১ ২৩:২০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:০১

ছবি: মানববন্ধন

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়ছে। শনিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ২১ আগস্ট বাঙালির জীবনে এক বিভীষিকাময় দিন, জঙ্গিবাদ প্রতিরোধে প্রত্যয়ের দিন। ঐদিন গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ তথা দেশকে নেতৃত্ব শূন্য করা।

তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও দোসররা বারবার আগস্ট মাসকে তাদের দানবীয় হত্যাযজ্ঞের মাস হিসেবে বেছে নিয়েছে। ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলের মধ্যে হত্যা, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণ, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা সবই একসূত্রে গাঁথা।

এসময় উপাচার্য শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল অনিয়ম, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচিতে ছাত্র-উপদেষ্টা এম তারেক নূরের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেন প্রমুখ।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top