রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


চমেক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ০৩:২৮

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:০৯

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আহতরা হলেন, মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন।

নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, শুক্রবার রাতের তুচ্ছ ঘটনার জের ধরে শনিবার সকালে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। কী কারণে এ ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আহত কয়েকজনকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুই গ্রুপের এক পক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং অন্যপক্ষ সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

 

 

আরপি/এসআর-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top