রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


ভ্যাক্সিনেশনের আওতায় রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ০১:৫০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:১০

ছবি: সংগৃহীত

সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরাও ভ্যাক্সিনেশনের আওতায় আসলো। রোববার সকাল ৯ টায় কলেজের কামারুজ্জামান ভবনে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগের ৫১৪ জন শিক্ষার্থীকে ফাইজারের ১ম ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

এসময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেডিকেল অফিসার ডা. বনি, সেন্ট্রাল ইপিআই স্টোর কিপার মোহাম্মদ আলাউদ্দিন, ইপিআই সুপার ভাইজার তাজুল ইসলাম তাজ, জাহিদ হাসান জাহিদ, স্বাস্থ্যকর্মী মাসুরা খাতুন, লিমা আক্তার, মল্লিকা ফেরদৌস ও সানজিদা পারভিন উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top