রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২১ ০৭:০৪

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৫১

ছবি: সংগৃহীত

“সমকালীন সংকট মোকাবেলায় দর্শন” প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের দর্শন বিভাগ বিশ্ব দর্শন দিবস-২০২১ উদযাপন হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন চত্তরে আনন্দ শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্ভোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী এর অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, সাপাহার সরকারি কলেজ, নওগাঁ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমান, আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুস সালাম। আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক (দর্শন) রাজশাহী কলেজ। এবারের প্রতিপাদ্য বিষয়ে প্রবন্ধ রচনা এবং পাঠ করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।

 

আরপি/ এমএএইচ-১৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top