রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্থায়ীভাবে বহিস্কারে সাত দিনের আল্টিমেটাম


প্রকাশিত:
১৮ নভেম্বর ২০১৯ ১০:৩৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:০৮

রাবি’র প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সোহরাব মিয়াকে মারধরের ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবীর ওরফে নাহিদ এবং রাকিবুল ইসলাম ওরফে আসিফ লাককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ রবিবার দুপুরে শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

এর আগে দুপুর ১২টা থেকে প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করে শিক্ষার্থীরা। সাময়িক বহিষ্কারের খবরে তারা অবস্থানস্থল ত্যাগ করেন। তবে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের গ্রেফতারের দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা হলের ২৫৪ নম্বর রুমে ডেকে নিয়ে সোহরাব মিয়াকে পেটায় নাহিদ ও আসিফ। মারধরে নাহিদের মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top