রাবিতে সিওয়াইবি’র নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত
                                রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) তাদের নবীন সদস্যদের বরণ করে নিয়েছে। একই সাথে নতুন সদস্যদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে ট্রেইনিং দেওয়া হয়েছে।
শনিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ^বিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের ৩১১ রুমে নবীন সদস্যদের বরণ এবং বিকাল সাড়ে ৩টায় একই স্থানে তাদের ট্রেইনিং কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ট্রেইনিং সেশনটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
সিওয়াইবি’র রাবি শাখার সভাপতি জেড এম তৌহিদুর নূর প্রিতমের সভাপতিত্বে নবীনবরণ ও ট্রেইনিং কর্মশালাই প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক রওশন জাহিদ, সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তন্ময়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবইয়াদ বিন বাজল, সংগঠনের সহ-সভাপতি সোহরাব হোসেন, মাহমুদুর রহমান মুন্না, রিয়াদ ইসলাম, ওবাইদুল হক, শামীমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শাইদুল ইসলাম, মাহফুজুর রহমান, ফেরদৌসী আলী জিল, কামরুজ্জামান, অর্থ সম্পাদক সাইদুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার সোসাইটি বা সচেতন ভোক্তা সমাজ (সিসিএস)-এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাবি, জাবি, জবি, ইবি, চবি, রাবি, খুবি ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আরপি/এসআর-০৭

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: