রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের পাশে আইবিএমসি ছাত্রলীগ


প্রকাশিত:
১৮ মার্চ ২০২২ ০৭:৪২

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৪৪

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জতীয় শিশু দিবসে শিশুদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ মার্চ) তারা শিশুদের মাঝে চকলেট ও ক্যান্ডি বিতরণ করেন। এমন আয়োজনে শিশুদের সাথে বঙ্গবন্ধুর পরিচয় ও তার আদর্শ সম্পর্কে আলোচনা করা ছিল তাদের মূল লক্ষ্য।

এদিন সকালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ডা. সিলভীয়া রহমান নকসী, তানইমুর রব, তোহা চৌধুরী, আমির হামজা, মোস্তফা জামান লাবিব, আবদুল্লাহ আল সাকিব প্রমুখ।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ডা. সিলভীয়া রহমান নকসী বলেন, বঙ্গবন্ধু শিশুদের অনেক ভালবাসতেন। তাই তার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। বঙ্গবন্ধুর আদর্শে প্রতিটি শিশু যদি সোনার মানুষ হয়ে গড়ে ওঠে, তাহলে সোনার বাংলাদেশ গড়তে কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top