রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজশাহী কলেজ ছাত্রলীগের প্রচার মিছিল


প্রকাশিত:
১৭ মে ২০২২ ০৩:৩৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৩:৪২

ছবি: প্রচার মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রচার মিছিল করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ। রাজশাহী মহানগর ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরের প্রতিটি ইউনিট পৃথক পৃথকভাবে প্রচার মিছিলের আয়োজন করে।

সোমবার (১৬ মে) বেলা ১১টার দিকে মিছিলটি রাজশাহী কলেজ মুসলিম হোস্টেল থেকে শুরু করে পুরো কলেজ প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট দিয়ে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈমের নেতৃত্বে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ সাগর, সোহেল রানা সঙ্গীত ও যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল করিম হিমু।

এছাড়াও রাজশাহী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজ কুমার ঘোষ, আরিফুল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব, সার্জিল রক্তিম, সাংগঠনিক সম্পাদক জাফর, মানিক মো. রতন, রাহুল ভট্টাচার্য, প্রচার সম্পাদক রাশেদুল করিম রোজেল, উপ দপ্তর সম্পাদক আসাদুল্লাহ আম্মান, ক্রীড়া সম্পাদক মায়াদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top