রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি পিয়াস, সম্পাদক পূর্ণা
-2022-06-05-22-41-06.jpg)
রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের (RCMDC) ২০২২ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বিকেলে কলেজ মিলনায়তনে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আহমেদ পিয়াস ওয়াহিদকে সভাপতি ও গণিত বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণাকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি হারুন অর রশিদ ইমন (রাষ্ট্রবিজ্ঞান) ও যুগ্ম সম্পাদক লামিয়া তাসনিম (ইংরেজি)।
অনুষ্ঠানে সংগঠনটির পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, ক্লাবের উপদেষ্টা ড. সাম্যসাথী ভৌমিক, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ শুকরানা, রাজশাহী ডিবেট ফেডারেশনের সভাপতি মোনাসিব ফয়সাল তন্ময় ও সদ্য বিদায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক ও উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান।
আরপি/এসআর-০৯
আপনার মূল্যবান মতামত দিন: