রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জামিনুর, সম্পাদক হাসান


প্রকাশিত:
২৩ জুন ২০২২ ১০:২৫

আপডেট:
৫ মে ২০২৫ ১৭:৪৯

ফাইল ছবি

তিতুমীর কলেজে পড়ুয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন 'তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের' সভাপতি হয়েছেন জামিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবুল হাসান।

বুধবার (২২ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ৮ সদস্যদের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।

আগামী এক বছরের জন্য অনুমোদিত নতুন কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন জুরায়ের হোসেন, মেহেদী হাসান, সাহারা আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহিল কাফি, রাসেল আহম্মেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন অহেদুর রহমান।

সভাপতির বক্তব্যে জামিনুর রহমান বলেন, উত্তরাঞ্চলের সমৃদ্ধ জেলা চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের আস্থার ঠিকানা এই সংগঠন। প্রতিটি শিক্ষার্থীর পাশে আছি আমরা। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নত দেশ গড়তে ভূমিকা রাখবে চাঁপাইনবাবগঞ্জবাসী।

'তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ' ২০২০-২০২১ সেশনের সভাপতির দায়িত্ব পালন করেন ইজমো আহমেদ এবং সাধারণ সাধারণ সম্পাদক ইমতিয়াজ আলি।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা রাজধানীর প্রাণকেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী তিতুমীর কলেজে।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top