রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


রাজশাহী কলেজের

গণিত বিভাগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৯ ০৭:৫৮

আপডেট:
৫ মে ২০২৫ ০০:১২

ছবি: রাজশাহী কলেজের গণিত বিভাগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

রাজশাহী কলেজের গণিত বিভাগে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৯ এর প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিভাগের ৩০১ নং কক্ষে এ আয়োজন করে গণিত বিভাগ। এ প্রতিযোগিতা চলবে আগামী ২৬ নভেম্বের পর্যন্ত।

প্রথম দিনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়। এতে মোট ১৬ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা নেওয়া হবে বলে জানান আয়োজকরা।

এতে গণিত বিভাগের প্রধান প্রফেসর সিরাজুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, কফিলার রহমান, সহযোগী অধ্যাপক নূরুল ইসলাম, সহকারি অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ, মো: আসাদুজ্জামান, শারওয়ার জাহান, নাদিরা নাজনীনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top