রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


হয়রানি বন্ধে রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২২ ০২:০৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৮

ছবি: সংগৃহীত

শিক্ষাঙ্গনে নৈরাজ্য, ছাত্রছাত্রীদের হয়রানি-নিপীড়নের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশের প্যারিস রোডে কর্মসূচি পালন করেন তারা।

এসময় রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর বলেন, ছাত্রলীগ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। শত শত শিক্ষার্থীকে বঞ্চিত করে গুটিকয়েক সন্ত্রাসীকে নিয়ে তারা হাঁটছে। এ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেধা নিয়ে ভর্তি হয়ে কিছু শিক্ষকের মদদের চোর-বাটপার ও সন্ত্রাসী হয়ে বের হন। পরে তারা দেশের যে সেক্টরে যান সেখানেই দুর্নীতির আখড়া বানিয়ে ফেলছে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাইমুল ইসলাম নাইম বলেন, চাঁদাবাজি, ছিনতাই, শিক্ষার্থীদের মারধর, সিট বাণিজ্যসহ অনেক অপকর্ম করছে ছাত্রলীগ। এসব অপকর্ম করেও তারা মুক্তভাবে ক্যাম্পাসে বিচরণ করছে। মতিহার হলের শিক্ষার্থীকে যে নির্মম নির্যাতন করা হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা নুর হামিদ নামের এক অভিভাবক বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ে মাস্তানি বিভাগ খোলা হোক। তাহলে ভালো হবে। আর নাহলে এগুলোকে উৎখাত করুন।

আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণ শিক্ষার্থী। সেখানে প্রতিনিয়ত শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছেন। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তাদের ছাত্র পরিচয় দিতে আমাদের লজ্জা লাগে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, আমরা যেটাকে রাজনীতি বলছি, সেটা হচ্ছে মাস্তানি, গুণ্ডামি, টেন্ডারবাজি। আমরা এ বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার মজুমদার, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মাহমুদ জামাল কাদেরি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. কাজী মামুন হায়দার, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল হক, ম্যাটেরিয়ালস সাইন্স বিভাগের অধ্যাপক ড. আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top