রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


দেশসেরার গৌরব অর্জন

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের অভিনন্দন


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২২ ২২:২৯

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:১৭

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের অভিনন্দন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাঙ্কিং ২০১৮ এর ফলাফলে আবারও দেশসেরা নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ সাল থেকে টানা চতুর্থবারের মতো দেশসেরা হবার গৌরব অর্জন করায় রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ প্রশাসনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় কলেজ প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহা. হবিবুর রহমান ও উপাধ্যক্ষ অধ্যাপক ওলিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ মোঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এছাড়া অ্যালামনাই এসোসিয়েশনে উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান, সহ-সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেলিম রেজাসহ উপদেষ্টামন্ডলী সদস্য , নির্বাহী কমিটি সদস্য ও অ্যালামনাসবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরপি/ এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top