রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


শহীদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩ ২৩:৫৪

আপডেট:
৪ মে ২০২৫ ২৩:০৪

ছবি: ওরিয়েন্টেশন

শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও রিসিপশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কলেজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৬০৯

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে তোমাদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে নিজ নিজ পড়ালেখা চালিয়ে যেতে হবে। আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াছ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন একাদশ শ্রেণি ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আতিকুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল খালেক সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

আরপি/এসআর-২৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top