রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ


প্রকাশিত:
১৬ মে ২০২৪ ২০:১৫

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২২:০০

রাজশাহী পোস্ট

গরমে কষ্টে থাকা তৃষ্ণার্ত ও ক্লান্ত মানুষের মাঝে বিনামূল্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে কলেজ গেটের সামনে থেকে সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করেণ তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেণ রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

শিক্ষার্থী জানান, ক্লান্ত পথচারী, যাত্রী, শ্রমিক ও দারিদ্রপীড়িত, শ্রমজীবি ও পথচারী মাঝে স্বস্তি ফেরাতে রিকশা, অটোরিকশা, সিএনজি চালক এবং পথচারীদের মাঝে এ নিরাপদ সুপেয় খাবার পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

তাপদাহের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করাতে পাড়ায় উদ্যোক্তা শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষগুলো।

এসময় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জান্নাতুন সায়মা, অধ্যাপক মোঃ রোমান হাসান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মালেক সরকার।

 

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top