রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


রাজশাহী কলেজ ছাত্রাবাসের পর এবার ছাত্রীনিবাসে চুরির অভিযোগ


প্রকাশিত:
১৫ মে ২০২৫ ০০:০৩

আপডেট:
১৬ মে ২০২৫ ২৩:১৪

ফাইল ছবি

রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে কয়েক মাসের ব্যবধানে দুইটি ল্যাপটপ চুরির রেশ না কাটতেই এবার নতুন করে মহিলা ছাত্রীনিবাসে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ে এই চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সুমি খন্দকার। তিনি কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ছাত্রীনিবাসের উত্তরা বিল্ডিংয়ের ১০২ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী সুমি।

তিনি জানান, আজ (বুধবার) আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার দিকে তিনি রুমের বেলকুনিতে ফোন রেখে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে গিয়েছিলেন। একটু পর এসে দেখেন তার ফোন নির্ধারিত স্থানে নেই। পরবর্তীতে তিনি এ বিষয় ছাত্রীনিবাসের দায়িত্বে থাকা ম্যামকে অবগত করেন। ম্যাম বিষয়টি জানার পর তার কাছে ফোনের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দিতে বলেন এবং পরবর্তীতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

রাজশাহী কলেজ ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মোছা: জান্নাতুন নেছা বলেন, চুরির বিষয়টি সম্পর্কে ছাত্রীনিবাসের মেয়েরা তাকে অবগত করেছেন। সিসিটিভির ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটা মহিলা হোস্টেল সেই দিক বিবেচনায় সবজায়গায় সিসিটিভি রাখা নেই। তবে মেইন গেট সিসিটিভি লাগানো রয়েছে, সেখান থেকে বহিরাগত কেউ ঢুকেছে কি না সেটা শনাক্ত করা যাবে। বিষয়টি নিয়ে ছাত্রীনিবাসের মেয়েদের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ৪ মে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনে (সি-ব্লক) ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এর আগেও গত বছরের ডিসেম্বরে ছাত্রাবাসের একই ভবনে আরেকটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছিল। তবে এসব ঘটনায় এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নি কলেজ প্রশাসন।

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top