ইক্তিয়ার রিমনের কবিতা “রক্তাক্ত জুলাই”

রক্তাক্ত জুলাই
ইক্তিয়ার রিমন
জুলাইয়ের আকাশে রক্তের ছোপ,
গর্জে ওঠে ধ্বনি, সোজা নির্ভীক চোখ।
হাতে প্ল্যাকার্ড, বুকে আগুন, চোখে জেদ,
ছাত্র জনতা সবাই মাঠে, নাই কোনো ভেদাভেদ
প্রশ্ন একটাই বাঁচবো কি করে,
যদি নির্বিচারে গুলি করে?
শহরের অলি গলি গর্জে ওঠে রাতদিন,
মাঠে পথে পড়ে থাকে লাশ, বুক করে চিন চিন।
পেছন থেকে আসে টিয়ারশেল, সামনে থেকে আশে গুলি
আমরা থামি না উড়ে যাক মাথার খুলি।
কেউ বলে তুই পাগল, কেউ বলে তুই দেশদ্রোহী,
আমি বলি—আমি ছাত্র, আমি এই যুগের অতন্দ্র প্রহরী।
আমার শরীর ভাঙা হোক, মন ভাঙে না ভাই,
জুলাই মানে লাল প্রতিজ্ঞা, রক্তাক্ত জুলাই।
পিঠে লাঠি, গায়ে গুলি, তবওু মুখে স্লোগান বাজে,
ন্যায়ের পক্ষে লড়েছি আমরা, সকাল দুপুর সাঝে
জুলাইয়ের ঘামে মিশে আছে চোখের পানি,
আদর্শের নামে আছে শত শহীদের কাব্যখানি।
আজও যখন রাজপথ চেয়ে দেখি নিরবে,
এক সাগর রক্ত দেখি শুকিয়ে গেছে নিরবে।
তবু বলি এই মাটি আমার, এই পথ আমারই রচনা,
রক্তাক্ত জুলাই মানেই
একটি জাতির নতুন প্রচ্ছদ, একটি জাতির নতুন সূচনা।
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী।
আরপি/আআ
বিষয়: জুলাই রক্তের ছোপ
আপনার মূল্যবান মতামত দিন: