রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাবি


প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০৩:৪৩

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়

করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এক কোটি টাকা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (০১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান’র বাসভবনে অনুষ্ঠিত জুরুরী সিন্ডিকেট সভায় এটি পাশ হয়।

প্রধানমন্ত্রীর তহবিলে অনুদানের দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

রাজশাহী মেডিকেল কলেজে করোনা শনাক্তের পরীক্ষা শুরু

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে এখন সবাই বাড়িতে অবস্থান করছে। এ অবস্থায় অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেছে। দূর্যোগকালে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্থকমিটি সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। আজ (বুধবার) জুরুরী সিন্ডিকেট সভায় এটি পাশ হয়।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top