রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


দরিদ্রদের বাসায় বিনামূল্যে সবজি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতা রাসিক


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২০ ১৮:৪১

আপডেট:
২৬ এপ্রিল ২০২০ ১৮:৪২

বিনামূল্যে শাকসবজি বিতরণের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে

রাজশাহীতে করোনা ভাইরাস পরিস্থিততে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের বাসায় বাসায় বিনামূল্যে শাকসবজি পৌঁছে দিলেন রাজশাহী কলেজের ছাত্র রাসিক দত্ত।

আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নগরীর ২২, ২৩ নং ওয়ার্ড, রাজশাহী কলেজের কর্মচারীসহ অসহায় দরিদ্র ২৫০ পরিবারের মাঝে এই শাকসবজি বিতরণ করা হয়।

এভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয় শাকসবজি

বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নির্দেশে ও সহযোগিতায় বাড়ি বাড়ি সবজি পৌঁছে দেয়ার কাজটি করেছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রাসিক দত্ত।

ছাত্রলীগ নেতা রাসিক দত্ত

এ বিষয়ে রাসিক দত্ত বলেন, মাননীয় রাসিক মেয়রের অবদানে প্রত্যেকটা ঘরে ঘরে চাল আছে। কিন্তু অনেক ঘরে সবজি নেই। এই দুর্যোগে সাধারণ মানুষ সবজি কিনতে হাটবাজারে ভিড় করছেন। এতে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই সাধারণ মানুষকে ঘরে রাখতে ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছি। এছাড়াও তিনি অর্ণা জামানকে মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শাকসবজি বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজশাহী কলেজ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রতন আলী , গ্রন্থণা ও প্রকাশণা সম্পাদক কাওসার আজম রাফি, ছাত্রনেতা সঞ্জু ও অনান্য নেতৃবৃন্দ।

 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top