রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


‘রুয়েট কি তোর বাপের সম্পত্তি?’


প্রকাশিত:
১৫ জুন ২০২০ ২০:৫৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৯:২৭

ছবি: রুয়েট

‘রুয়েট কি তোর বাপের সম্পত্তি? তোর সব কথায় কি শুনতে হবে, কি পেয়েছিস তুই?’- এভাবেই রুয়েটের সহকারী প্রকৌশলী তাপস কুমার সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে তারই আরেক সহকর্মী শাহানুল আলম সবুজের বিরুদ্ধে।

বিভিন্ন সময়ে সবুজের বিভিন্ন অপকর্মে সায় না দেয়ার কারণে ব্যক্তিগত আক্রোশের জেরেই এভাবে বাজে ব্যবহার করছেন বলে তাপস কুমার সরকারের অভিযোগ। বলেন, ‘ব্যক্তিগত আক্রোশের জেরেই সবুজ আমার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। মিথ্যা দোষারোপ দিয়ে উল্টো আমার কাছে চাঁদাবাজি করেন। অথচ তার সঙ্গে আমার কোনো প্রকারের আর্থিক লেনদেন হয়নি।’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখায় কর্মরত এই কর্মকর্তা জানান, শনিবার (৬ জুন) তার অফিসে ঢুকে সবুজ গালিগালাজ ও মিথ্যা চাঁদাবাজির তকমা লাগান। সবুজ ভিসির সামনে গিয়েও টাকা দাবী করে। স্যার তাকে প্রশ্ন করেন- কোথায়, কখন ও কত টাকা দিয়েছো? উত্তরে সবুজ পাঁচ-ছয় হাজার টাকা পায় বলে দাবী জানায়। সবুজের দাবীর প্রেক্ষিতে ভিসি তাকে টাকা পরিশোধ করতে বললে তাপস সেটিও দিয়ে দেন।

তাপস কুমার সরকার বলেন, ‘ওই ঘটনার পরিসমাপ্তি হতে না হতেই বুধবার (১০ জুন) সকাল ৬টার দিকে শিক্ষকদের আসাসিক (এ-২) কোয়ার্টারে কিছু বহিরাগত ভাড়াটে মাস্তান দ্বারা হামলা চালায়। এসব বিষয়ে আমি ও আমার ফ্যামিলি বর্তমানে খুব আতঙ্কের মধ্যে জীবন-যাপন করছি।’

এবিষয়ে অভিযুক্ত রুয়েটের সাব এ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শাহানুল আলম সবুজ বলেন, ‘তাপসের সঙ্গে ধারদেনা নিয়ে সমস্যা হয়েছিলো। সেটা ভিসি স্যার বসে লিখিতভাবে সমাধান করে দিয়েছেন। এরপর থেকে আমাদের মধ্যে আর কোনো সমস্যা নেই।’
তবে শিক্ষক কোয়ার্টারে সন্ত্রাসী হামলার বিষয়ে তিনি বলেন, ‘ওই বিষয়ে আমার একেবারেই জানা নেই।’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলাম বেগ বলেন, ঘটনাটি তাদের ব্যক্তিগত বিষয় হলেও রুয়েট জন্য সম্মানহানিকর। সবুজের এমন আচরণ মোটেও কাম্য নয়। ঘটনাটি জানার পরপরই তাদের ডেকে মীমাংসা করে দেয়া হয়েছে। কিন্তু তার পরেও শিক্ষক কোয়াটারে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা হামলা ও ভাংচুরের ঘটনাটি একেবারেই মেনে নেয়ার মত নয়।

তিনি আরও জানান, এবিষয়ে মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দোষী ব্যাক্তিকে ছাড় দেয়া হবে না। এছাড়াও এমন অপ্রীতিকর ঘটনার কারণ উদঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরপি/আআ-০১

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top