রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নারী শিক্ষার্থীসহ তিন জন আটক

রাবিতে মাদকদ্রব্যসহ দুই নারী শিক্ষার্থী আটক


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৮

আপডেট:
৫ মে ২০২৫ ০৩:১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনকালে হাতেনাতে দুই নারী শিক্ষার্থীসহ তিনজনকে হাতেনাতে ধরেন বিশ্ববিদ্যালয় প্রক্টর । বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।

আটককৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কের্টিং বিভাগের সান্ধ্যকোর্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, জিন্নাত এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন খানম।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ইবলিশ চত্বরে গাঁজা সেবন করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে যায়। উপস্থিতি বুঝতে পেরে শিক্ষার্থীরা তাদের নিকট থাকা গাঁজাগুলো ফেলে দেয়। পরে তাদের ব্যাগ তল্লাশিতে আরও কিছু গাঁজা ও মাদকদ্রব্য পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রাবি প্রক্টর তিন শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

আর পি /এম আই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top